আমি বাচঁতে চাই....... ওমি

আপনার সাহায্যে বেচে যাবে ওমির প্রাণ। ছোট মেয়ে অমি বাচতে চায়।  অমির হাসি যেন মুগ্ধ  করে তুলে, কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের  আব্দুলপুর গ্রামের শামিম মিয়ার প্রথম মেয়ে অমি আক্তারকে বাচাতে তার বাবা মায়ের আকুতি, অমি ছোট বেলা থেকে হাডের চিদরো ও দুটি বাল্ব অকেজ হয়েছে।কিন্ত শামিম মিয়া অসহায় দিনমজুর,তার পক্ষে তাহার মেয়ের চিকিৎসা করানোর মত কোন ক্ষমতা নাই,অমির চিকিৎসার জন্য প্রায় অনেক টাকার প্রয়োজন, অমির চিকিৎসার জন্য স্হানীয় চৌধুরী বাজারে ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামালের সভাপতিত্বে আলোচনা সভা ও কমিটি গটন করা হয়, উক্ত কমিটিতে কাজী লিয়াকত আলীকে সভাপতি ও সেলিম আহমদকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য কমিটিতে সহ সভাপতি ময়ুব আলী,কোষাদক্ষ শেখ লুৎফুর রহমান,সদস্য আব্দুল জলিল জামাল,রুবেল মাহমুদ চৌধুরী,আইয়ুব আলী,আশরাফুল ইসলাম জুয়েল,মাজেদ মিয়া,আজির উদ্দিন,সিদ্দিকুর রহমান,দেলোয়ার হোসেন লিটন,শাহআলম আহমদ,আরমান মালিক,শামিম আহমদ,আনোয়ার হোসেন,তোষার আহমদ প্রমুখ

No comments

Powered by Blogger.